Wednesday, December 13, 2023

ভাইফোঁটায় ভাই বোনেদের রক্তদান

পশ্চিমবঙ্গের অন্যতম অভিনব ভাবনায় ভাইফোঁটার পুন্য লগ্নে দুর্গাপুর জেসপগেট পূজা কমিটি বিগত ২৫ বছর ধরে শ্রী শ্রী শ্যামা পূজার আরাধনা করে আসছে।সাত ঘর এক উঠোন এই মন্ত্রে দীক্ষিত হয়ে তাদের প্রায়ই প্রত্যেক আত্মীয়-স্বজন ভাই বোন প্রায় তিনটে প্রজন্ম একসাথে ভাই ও বোনেরা বিগত ৬ বছর ধরে এই দিনটিতে স্বেচ্ছা রক্তদান উৎসবে মেতে ওঠে। অত্যন্ত দরিদ্র পরিবারগুলির এই ধরনের একটি সামাজিক কর্মকাণ্ডের তেমনভাবে কোন প্রচার বা সারা পাওয়া সম্ভব হয়নি আজও। অথচ তাদের আন্তরিকতার কোন ত্রুটি থাকে না। এই পূজা কমিটির অন্যতম কর্ণধার যীশু গুরুঙ্গ নিজে যেমন বিরল গ্রুপের রক্তদাতা ঠিক অনুরূপভাবে সাতজন তার পরিবারেও বিরল গ্রুপের রক্তদাতা রয়েছে।

 বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় যখন ফোটা দেবেন  তখনই হয়তো আরো ভাই-বোন রক্তের অভাবে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, তাই সামাজিক ভাবনা থেকে ভাই

ফোটার পুন্যলগ্নে আজ ১৪ ই নভেম্বর সকাল ১০ঃ৩০ মিনিট জেসব গেট, এবিএল কারখানা সংলগ্ন, দুর্গাপুর ১০ স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেলো এই শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৪৮ জন রক্ত দান করলেন। প্রথমবার রক্তদান করলেন ১৪ জন। একসাথে রক্ত দান করলেন সাহা পরিবারের পাঁচজন সদস্য। আজকের এই দিনটি সারা ভারতবর্ষ জুড়ে শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে তার পাশাপাশি আজকের দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই আহ্বান যাতে এই বার্তা সারা দুর্গাপুর সারা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ুক। এমনও অভিনবত্ব ভাবনায় সামাজিক ঋণ শোধ হোক।

 এই শিবিরের সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। সকল রক্তদাতা, উপস্থিত অতিথি ও ব্লাড সেন্টারের প্রত্যেকটি কর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যেসব গেট পূজা কমিটির পক্ষ থেকে যীশু গুরুঙ্গ।

Monday, October 4, 2021

৫০০০ রক্তদান ও দুঃস্থ মানুষের নতুন বস্ত্র প্রদান ও শিশুদের খেলনা প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে সারা দেশে

 



“আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে।” কবি গুরুর এই কথা সার্থক হয়ে উঠল সামাজিক কাজের মধ্য দিয়ে।

কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান মফতরাজ পি. মুনত এর ৭৭ তম জন্মদিন কে সামনে রেখে ২৫ শে সেপ্টেম্বর থেকে ৬ ই অক্টোবর পর্যন্ত সারার দেশের বিভিন্ন ডিভিশনে ৫০০০ রক্তদান ও দুঃস্থ মানুষের নতুন বস্ত্র প্রদান ও শিশুদের খেলনা প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এই উপলক্ষে ৪ঠা অক্টোবর ২০২১ কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড, দুর্গাপুর ডিভিশন এর পক্ষ থেকে রক্তদান শিবির দুঃস্থ মানুষের নতুন বস্ত্র প্রদান ও শিশুদের খেলনা প্রদান কর্মসূচী হয়ে গেলো, মানকর বুদবুদ এর পথসাথী হোটেলে।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, মানকর যোগা একাডেমী ও আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো স্বেচ্ছা রক্তদান শিবির।


এই শিবিরে সংস্থার ৩১জন কর্মী রক্তদান করলেন। তাঁদের মধ্যে ছিলেন সংস্থার দুর্গাপুর ডিভিশন এর সিনিয়র ম্যানেজার সঞ্জীব রায়, সেফটি অফিসার নবীন নায়ক সহ সংস্থার অনেক আধিকারিকবৃন্দ।

সিনিয়র ম্যানেজার সঞ্জীব রায় ও নবীন নায়েক সকল রক্তদাতাদের অভিনন্দন জানান। সংস্থার পক্ষে উপস্থিতপঙ্কজ রায় ম্যানেজার, ডেপুটি ম্যানেজার অরিন্দম ঘোষ, সুগত ঘোষ সহ অনেক আধিকারিক বৃন্দ।

রক্তদাতাদের শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথী বর্গ।

মানুষের জীবনের জন্য রক্ত আগামী দিনে সহকর্মীদের সদস্যদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করার ভাবনা জারি রাখার অঙ্গীকার করলেন উদ্যোক্তারা।



আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। ক্যাম্প পরিচালনা করতে সাহায্য করেন কাউন্সিলের সদস্যবৃন্দ।

উদ্যোক্তাদের হাতে উদ্যোক্তা শংসাপত্র তুলে দেন কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিতি কর্মকর্তা ধনঞ্জয় মান, সজল বোস, মধুমিতা মান, অঙ্কন দত্ত, তাপস মাজি ও অনুষ্কা রায়।

উপস্থিত সকল সমস্ত রক্তদাতা মেডিকেল টীম ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সহ সম্পাদক অঙ্কন দত্ত দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে।



কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস জানান

“উত্সবে আমারও আছি স্বেচ্ছা রক্তদানে”

শারদীয়া উত্সবে সরকারী ব্লাড ব্যাঙ্ক যাতে শূন্য না হয়, যাতে একটিও প্রাণ যাতে রক্তের অভাবে না ঝড়ে তার আপ্রাণ চেষ্টা চলছে গত এক মাস ধরে, সেই আহ্বান এর সাথে আহ্বান জানান

দেবীর বোধন হোক স্বেচ্ছা রক্তদানে।


Friday, September 10, 2021

পি. সি. চন্দ্র জুয়েলার্স এর সুন্দর উপহার

 


গণেশ চ্তুর্থীর প্রারম্ভে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল এর কাছে আনন্দের মুহূর্ত এনে দিলো সানামধন্য গহনা প্রস্তুত কারক পি. সি. চন্দ্র জুয়েলার্স (সিটি সেন্টার, দুর্গাপুর-১৬)

আজ তাদের দুর্গাপুর ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার অরূপ দাস ও তাঁদের সকল স্টাফ আমাদের হাতে পোর্টেবেল মাল্টি অডিও সিস্টেম তুলে দিলেন আমাদের রক্তদান মোটীভেশন ও মিটিং এর জন্য... 

এই আনন্দঘন মুহূর্তে কাছে পেলাম মাটির কাছে থাকা এক অসাধারণ মানুষ ফরচুন পুষ্পাঞ্জলী হোটেলের ডাইরেক্টর সুরজিত ঘোষ, দুর্গাপুর লায়ন্স ক্লাবের সম্পাদক ও আমাদের প্রিয় সদস্য পার্থ সারথী দাশগুপ্ত, সমাজসেবী তথা সদস্য আফতাব হুসেন ও ডিবিডিসির সহসম্পাদক সাধন চন্দ্র দাস।



আমরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি পি. সি. চন্দ্র জুয়েলার্স কে আন্তরিক ভাবে পাশে থাকার জন্য। আমাদের চলার পথে এই ভাবে পাশে থাকুন, সাথে থাকুন।



শুভেচ্ছান্তে

🙏🙏🙏

সজল বোস

সাধারণ সম্পাদক

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল

Monday, July 19, 2021

দুর্গাপুর রবীন্দ্র সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির



গত ২৪শে এপ্রিল২০২১ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দুর্গাপুর রবীন্দ্র সংঘ ক্লাবের সকলের প্রিয় সদস্য রমেশ কুমার ঝাঁ, তাঁর স্মরনে ১৮ই জুলাই২০২১ সকালে অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির আর সন্ধ্যায় স্মরণ সভা ও দুঃস্থদের সাহায্য।

আয়োজক: দুর্গাপুর রবীন্দ্র সংঘ। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো স্বেচ্ছা রক্তদান শিবির।

স্থান:- শরৎ চন্দ্র এভিনিউ, দুর্গাপুর-৫



এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডাঃ শ্বাশতী সেনগুপ্ত এম ও আসানসোল জেলা হসপিটাল, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, মেয়র পারিষদ অমিতাভ (জহর) ব্যানার্জী, স্থানীয় কাউন্সিলর মনি দাশগুপ্ত, ১০নং ওয়ার্ড এর কাউন্সিলর রাজীব ঘোষ, দুর্গাপুর লায়ন্স ক্লাবের পক্ষে প্রাক্তন প্রেসিডেন্ট শঙ্কর গুপ্তা প্রয়াত রমেশ কুমার ঝাঁ এর স্ত্রী মমতা ঝাঁ, পুত্র যোগেশ কুমার ঝাঁ (দুজনেই রক্তদান করেন) কন্যা শ্রুতি ঝাঁ সহ অনেকে কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায়, সহ সভাপতি ধনঞ্জয় মান সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক প্রবীর রুইদাস, সহ সম্পাদক সাধন চন্দ্র দাস সজল চ্যাটার্জি সদস্য আফতাব হোসেন, তাপস মাজি, ডলি দত্ত, কাকলী বিশ্বাস, পার্থ সারথী দাশগুপ্ত, রাজেশ প্রসাদ ও সুকান্ত রায়।


এই শিবিরে ৪জন মহিলা সহ মোট ৩০জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৯জন। ১জন নেগেটিভ গ্রুপের রক্তদাতা রক্তদান করেন ( AB নেগেটিভ)

রক্তদান করলেন। 

এই শিবিরের উদ্যোক্তা ক্লাব কমিটির সভাপতি অরুণ কুমার চক্রবর্তী ও সম্পাদক প্রেম গুপ্তা সহ সকল উদ্যোক্তারা সকল উপস্থিত অতিথী, ব্লাড সেন্টার এর কর্মীদের ধন্যবাদ জানান। 


রক্তদাতা দের শংসাপত্র ও স্মারক তুলে দেন উপস্থিত অতিথী বর্গ। মাস্ক বিতরণ ও

করোনা বিধি মেনে এই ক্যাম্প হলো।

 *মানুষের জীবনের জন্য রক্ত*  আগামী দিনে সহকর্মীদের সদস্যদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করার ভাবনা জারি রাখার অঙ্গীকার করলেন উদ্যোক্তারা।

আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।

উদ্যোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষে চন্দ্র কান্ত সরকার ও তন্বীমা দাস ও কাউন্সিলের পক্ষ থেকে। 

উপস্থিত সকল সমস্ত রক্তদাতা মেডিকেল টীম ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে।

Saturday, July 3, 2021

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) হেড অফিসে ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

 দুর্গাপুরের রূপকার তথা পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবস উতযাপন উপলক্ষ্যে 



৩রা জুলাই ২০২১ ডাঃ বিধান চন্দ্র রায় জন্মদিবস উতযাপন কমিটি, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) হেড অফিস, দুর্গাপুর-১ এর উদ্যোগে ও  দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একটি *স্বেচ্ছা রক্তদান শিবির।* 

স্থান:- এস বি এস টি সি হেড অফিস গ্যারেজ মোড়, দুর্গাপুর-১


এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডাঃ সোমা রায় এম ও দুর্গাপুর মহকুমা হসপিটাল, দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল,  উত্তম মুখার্জী, অনিন্দিতা মুখার্জী ডেপুটি মেয়র, মেয়র পারিষদ দীপঙ্কর লাহা, সুষ্মিতা ভূঁই SBSTC এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর স্বপন কুমার রক্ষিত ও দ্বীপ্তিমান সিনহা, সিনিয়র আড্মিনিস্ট্রেশন অফিসার সৌগত সান্যাল, আধিকারিক ডি. মুখার্জী, এস. এন. হাজরা, পার্বতী চন্দ্র ঘোষ, বনমালী লক্ষণ সহ অনেকে কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি পার্থ প্রতীম গুপ্ত, ধনঞ্জয় মান সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক মধুমিতা মান, সহ সম্পাদক সাধন চন্দ্র দাস সজল চ্যাটার্জি সদস্য আফতাব হোসেন, সূর্যকান্ত ঘোষ ও সৌগত বউরী।



এই শিবিরে ১জন মহিলা সহ মোট ৩২জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৭জন। ২জন নেগেটিভ গ্রুপের রক্তদাতা রক্তদান করেন ( AB ও B নেগেটিভ) রক্তদান করলেন। 

এই শিবিরের উদ্যোক্তা উতযাপন কমিটির সম্পাদক ভুবনেশ্বর মুখার্জী সহ সকল উদ্যোক্তারা সকল উপস্থিত অতিথী, ব্লাড সেন্টার এর কর্মীদের ধন্যবাদ জানান। 



করোনা বিধি মেনে অসংখ্য থ্যালাসেমিয়া, ক্যানসার ও অন্যান্য রুগীদের পাশে দাঁড়াতে আগামী দিনে সহকর্মীদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করার ভাবনা জারি রাখার অঙ্গীকার করলেন উদ্যোক্তারা।

দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।

উদ্যোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন ডাঃ সোমা রায় ও কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত সকলে সমস্ত রক্তদাতা মেডিকেল টীম ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল



Sunday, June 20, 2021

আমরা কর্মীবৃন্দ ডিপিএল এর রক্তদান


 প্রয়াত ডিপিএল হসপিটালের প্রাক্তন সিএমও ডাঃ আর সি মণ্ডল, প্রাক্তন নার্স অমিতা ব্যানার্জী ঠাকুর ও রক্তদান আন্দোলনের কর্মী দিলীপ শীল কে স্মরণ করে

২০শে জুন ২০২১ (রবিবার)

আমরা কর্মীবৃন্দ ডিপিএল দুর্গাপুর-২ এর উদ্যোগে ও  দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একটি *স্বেচ্ছা রক্তদান শিবির।* 

স্থান:- ডিপিএল গোলপার্ক স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর-২



এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডাঃ স্মিতা পাল এম ও ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল,দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, দুর্গাপুর প্রজেক্টস এর আধিকারিক পূর্ণেন্দু ঘোষ, ডিপিএল এর শ্রমিক নেতা দিব্যেন্দু রায়, উমা পদ দাস, গোলপার্ক স্পোর্টিং ক্লাবের সম্পাদক বিভাস রায়, সমাজকর্মী তাপস নায়েক, দুর্গাপুর রোটারীর ক্লাব অফ স্কাইসিটির প্রেসিডেন্ট রুপম লাহা, অভিজিত দত্ত, কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায়, সহ সভাপতি পার্থ প্রতীম গুপ্ত, ধনঞ্জয় মান সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক মধুমিতা মান, সহ সম্পাদক সাধন চন্দ্র দাস কার্যকরী সদস্য তাপস মাজি, তরুণ ভট্টাচার্য, প্রশান্ত দাস।


এই শিবিরে ৬জন মহিলা সহ মোট ২২জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৯জন। 

রক্তদান করলেন একই পরিবারের মোট সাত সদস্য সুদূর আদ্রা পুরুলিয়া থেকে আসা অমিতাভ মৈত্র ও তার মেয়ে ঐন্দ্রিলা মৈত্র সহ তার পরিবার, রক্তদান করলেন শুভাশিস ব্যানার্জী ও মৌসুমি ব্যানার্জী স্বামী-স্ত্রী ডিপিএল হসপিটালের নার্স দেবীকা হালদার, কাকলী দত্ত চৌধুরী ও এই শিবিরের প্রধান উদ্যোক্তা নন্দ দুলাল চক্রবর্তী সহ অনেকে...

সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র ও মেডেল তুলে দিলেন উপস্থিত অতিথিবর্গ।


করোনা বিধি মেনে অসংখ্য থ্যালাসেমিয়া, ক্যানসার ও অন্যান্য রুগীদের পাশে দাঁড়াতে আগামী দিনে সহকর্মীদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করার ভাবনা জারি রাখার অঙ্গীকার করলেন উদ্যোক্তারা।

ছাতনা এস এস হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।

সকল উপস্থিত অতিথী, ব্লাড সেন্টার এর কর্মীদের ধন্যবাদ জানান আমরা কর্মীবৃন্দ ডিপিএল এর পক্ষ থেকে নন্দ দুলাল চক্রবর্তী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, নিমাই কর্মকার, দেবীকা হালদার ও মালিয়া রায়।


উদ্যোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন ডাঃ স্মিতা পাল সমস্ত রক্তদাতা মেডিকেল টীম ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল



Thursday, October 8, 2020

থামবো এবার... কবিতা


 থামবো এবার...

স  জ  ল  বো  স 

আমার আঁধারে অশ্রু ঝরে

হৃদয় জুড়ে রাত্রি,

আমরা সবাই আলোর পথে

মোরা আজ সহযাত্রী।

ফ্যাকাসে আকাশ গম্ভীরা মুখ

অঝোর ধারার মাঝে,

দিন পেরিয়ে রাত্রি হলো

ব্যস্ত ছিলাম কাজে।

এক পশলা বাতাস এলো

জুড়িয়ে গেলো মন,

কাল বিকেলের ওই আমন্ত্রণে

মজেছি গো সংরক্ষণ।

এদিনের ওই বিভোর ক্ষণে

হারিয়ে যাবো আমি,

পথ হারানোর পথে কোথাও

একটু খানি থামি।